EX-SGHSA non-profit organisation dedicated to members, families, and SGHSUnited forever

News/Announcement




Published Date: 30-10-2024

পানিবন্দী মানুষদের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

আত্মমানবতার সেবায় জলাবদ্ধ ও পানিবন্দী মানুষের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ায় জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেয়েছে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া ও ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামবাসী। দীর্ঘদিন ঐসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়ণে ড্রেণের মাধ্যমে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় জলাবদ্ধতা ও পানিবন্দী থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উত্তর কাটিয়া এলাকায় ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পানি নিস্কাশন কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থী ও সাতক্ষীরা কেন্দ্রীয় পালিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদস্য আহছানুর সালেহীন ইভন, অর্ঘ্য, মামুন, একলাছুর, ওলি ও তাফসিরসহ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বাবু চৌধুরী ও শহিদ প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া ও ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামবাসী পানিবন্দী মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ায় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য সাধুবাদ জানান এবং প্রাণ খুলে দোয়া করেন।


EX-SGHS - Ex-Students' Association of Satkhira Govt. High School

A non-profit organisation dedicated to members, families, and SGHS.

Our Trade Licence Number:12430


© 2012-2023 | SGHS | Developed by Metasoft Info

Need help?

My Account