News/Announcement
রেজিস্ট্রেশন চলছে......
প্রিয় ভাইয়েরা,আগামী ১৯ জানুয়ারী ২০২৪ শুক্রবার তুফান কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৬:৩০ হতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে আড্ডার ব্যবস্থা করা হয়েছে৷ আড্ডাতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ডিনার এবং লটারী৷ আপনার বন্ধুদের নিয়ে মেতে উঠুন আনন্দে৷ সার্বিক ব্যবস্থাপনায় থাকছে ব্যাচ ২০০০৷ সাব কমিটি করা হয়েছে যার আহবায়ক- এডভোকেট মোর্তজা মোহাম্মদ অন্তিক -২০০০- ০১৭১৬১৩৫৩০৯। যুগ্ন আহবায়ক - আরেফিন রাজু- -২০০০ ০১৭১২৮৪৫১৬০। সদস্য সচিব- সি এম নাজমুল ইসলাম-২০০০, ০১৭১৭০০৮৫৬৫। সদস্য- ১) রবিউজ্জামান-২০০০ ২) সাদি-২০০০ ৩) বিপ্লব দে-২০০০ ৪) প্রবির গাইন-২০০০ ৫) শাকিল পলাশ-২০০১, ৬))মহিদুল (২০০২)। ৭) আব্দুল কুদ্দুস (২০০৩)। ৮) মীর জাভেদ জিতু (২০১২)। ৯) আল মামুন(২০১৬)। ১০) আহম্মেদ সাজিদ(২০২০)। ১১) এজাজ(২০২২)। ১২) জোবায়ের(২০২২)। বি: দ্র:- যদি কেউ সেচ্ছায় কমিটিতে থাকতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।। রেজিষ্ট্রেশন ফি- ৫৫৫ টাকা। রেজিষ্ট্রেশন সংক্রান্ত কোন বিষয় জানার থাকলে মীর জাভেদ জিতু (২০১২) +8801811480222 এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হল। যদি কেউ সরাসরি টাকা দিতে চান তাহলে পপুলার কর্নার নিউ মার্কেট মোড় আরেফিন রাজুর সাথে (০১৭১২৮৪৫১৬০) বা নিজ ব্যাচ এর বি আর এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হল নিম্নে রেজিষ্ট্রেশনের লিংক দেওয়া হল। রেজিস্ট্রেশন লিংক: https://reg.ex-students-sghs.org/events রেজিষ্ট্রেশনের শেষ তারিখ- ১৫/০১/২০২৪
EX-SGHS - Ex-Students' Association of Satkhira Govt. High School
A non-profit organisation dedicated to members, families, and SGHS.